![ধর্মপাশার মধ্যনগরে পলাতক আসামি গ্রেপ্তার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/07/abnews24.bbb_134150.jpg)
ধর্মপাশা (সুনামগঞ্জ), ০৭ এপ্রিল, এবিনিউজ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর সদরের মধ্যবাজার থেকে আজ শনিবার দুপুর ২টার দিকে ওয়াসিম সরকার (৪০) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা-পুলিশ। ধৃত ওয়াসিম সরকার উপজেলার মধ্যনগর থানাধীন জমশেদপুর গ্রামের অজিত সরকারের ছেলে। একটি মারামারি মামলায় সে দীর্ঘদন ধরে পলাতক ছিল।
মধ্যনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজ জানান, উপজেলার মধ্যনগর থানাধীন জমশেদপুর গ্রামের অজিত সরকারের ছেলে ওয়াসিম সরকারের বিরুদ্ধে গত ২০১৭ সালে মধ্যনগর থানায় দায়েরকৃত একটি মারামারি মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আজ শনিবার দুপুর ২টার দিকে সে মধ্যনগর থানা সদর মধ্যবাজার এলাকায় ঘুরাফেরা করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওয়াসিমকে গ্রেপ্তার করে এবং ওইদিন বিকেল তিনটার দিকে তাকে আদালতের নির্দেশে জেল-হাজতে পাঠানো হয়েছে।
এবিএন/ইমাম হোসেন/জসিম/তোহা