শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দুপচাঁচিয়ায় সুজনের উপজেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা

দুপচাঁচিয়ায় সুজনের উপজেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা

দুপচাঁচিয়ায় সুজনের উপজেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা

দুপচাঁচিয়া (বগুড়া), ০৭ এপ্রিল, এবিনিউজ : সুশাসনের জন্য নাগরিক (সুজন) দুপচাঁচিয়া উপজেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা আজ শনিবার দুপুরে এনজিও সোভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সুজন উপজেলা কমিটির আয়োজনে কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারুল আজাদ লিটনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ পারভেজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক এএসএম হুমায়ুন ইসলাম তুহিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজন গাবতলী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবু মুসা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল¬াহ প্রিন্স, সুজন উপজেলা কমিটির সহসভাপতি অ্যাড. উৎপল কুমার বাগচী, দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, অধ্যক্ষ আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বর হাসান মুসা, সদস্য গোলাম ফারুক প্রমুখ। পরে কমিটির সভাপতি অধ্যক্ষ (অবঃ) আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আনোয়ারুল আজাদ লিটন, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস সহ ২৫সদস্য বিশিষ্ট কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়।

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত