শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

দুপচাঁচিয়া (বগুড়া), ০৭ এপ্রিল, এবিনিউজ : দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে পড়ে রাকিবুল হাসান নামের আড়াই বছরের এক শিশুপুত্র আজ শনিবার দুপুরে মারা গেছে। সে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বলদাহার গ্রামের আজিজুল হক ফকিরের ছেলে।

জানা গেছে, ঘটনারদিন দুপুরে খেলার ছলে সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে না পেয়ে বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খেঁাঁজাখুঁজি করার এক পর্যায়ে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে। এ ঘটনায় পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মনোয়ার হোসেন হেলাল পানিতে পড়ে শিশু রাকিবুল হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত