শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ময়মনসিংহে দেশীয় পোষাক ব্রান্ডের এমব্রেলার শাখা উদ্বোধন

ময়মনসিংহে দেশীয় পোষাক ব্রান্ডের এমব্রেলার শাখা উদ্বোধন

ময়মনসিংহে দেশীয় পোষাক ব্রান্ডের এমব্রেলার শাখা উদ্বোধন

ময়মনসিংহ, ০৭ এপ্রিল, এবিনিউজ : আন্তর্জাতিকমানের দেশীয় পোষাক ব্রান্ডের এমব্রেলা ময়মনসিংহে আজ শনিবার তাদের নবম শাখা উদ্বোধন করেছে।

শহরের আরকে মিশন রোডের ত্রিশাল বাসস্যান্ড এলাকায় ফিতাকেটে এর আনুষ্ঠানিক যাত্রা মুভ উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামূল হক টিটু।

উদ্বাধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদিনা গ্র“পের ডিরেক্টর শহিদুল ইসলাম জনি, বিশিষ্ট শিল্পপতি(উত্তরা) মোঃ রতন দেওয়ান,আইরশ গ্র“পের ডিরেক্টর মো. জোবায়ের আলম, মসকো গ্র“পের সিইও রুমান, রহমান ট্রেডিংয়ের মোস্তাফিজুর রহমান মিশু, কোম্পানীর পক্ষ থেকে মন্ডল গ্র“পের পরিচালক আব্দুল আলীম মন্ডল, এমব্রেলা লিমিটেডের পলিচালক মোহাম্মদ আলী, এমব্রেলার উপদেষ্টা ও বাংলাদেশ ফ্যাশন ডিজাইন কাউন্সিলের সভাপতি জনপ্রিয় ডিজাইনার এমদাদুল হক।

অনুষ্ঠানকে আলোকিত করেন স্যোশাল মিডিয়ার জনপ্রিয় মুখ সালমান মুক্তাদিরসহ এমব্রেলার মডেল ইমরান কৌশিক এবং মডেল রুখসানা আলী হীরা। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনীতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ, চিকিৎসক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ডল গ্র“পের পরিচালক আব্দুল আলীম মন্ডল বলেন, ফ্যাশন সচেতন ময়মনসিংহবাসীর রুচির চাহিদা চিন্তা করে ময়মনসিংহে এমব্রেলার আউটলেট খোলা হল। ফলে এ শহরবাসীর কাছে আস্তর্জাতিকমানের পোষাক এখন সহজলভ্য।

এমব্রেলার ডিরিক্টর মোহাম্মদ আলী বলেন, সরবার জন্য আরামদায়ক ও অভিজাত পোষাক নিশ্চিত করা এমব্রেলার লক্ষ্য। ময়মনসিংহের মত অভিজাত শহরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য ফ্যাশনেবল ফোষাক নিশ্চিত করার প্রত্যাশা এমব্রেলা রাখে। এমব্রেলার উপদেষ্টা এমদাদুল হক বলেন, এমব্রেলার পোষাক ঐতিয্যবাহি এবং দেশীয় ডিজাইনের আন্তর্জাতিকমানের।

স্যোশাল মিডিয়ার জনপ্রিয় মুখ সালমান মুক্তাদির বলেন, ২০১৭ সালে যাত্রা শুরু করা এমব্রেলা অভিজাত রুচি ও পোষাক চাহিদা সম্পন্ন ময়মনসিংহবাসীর চাহিদা পুরণে সক্ষম হবে এমব্রেলা।

উদ্বোধন শেষে মেয়র টিটুসহ অতিথিবৃন্দ এমব্রেলার পণ্য শিশুদের পোষাক, মেয়েদের শাড়ী, লেহেঙ্গা, সেলোয়ার কামিজ, টিউনিক, পালাজো, বোরখা, হিজাব, ছেলেদের পাঞ্জাবী, পায়জামা, শার্ট, টি-শার্ট, পলো শার্ট, প্যান্ট, ইনার টি-শার্ট, ট্যাংটপ, ব্রিফ, বক্সারসহ নানা পণ্য পরিদর্শন করেন।

এসময় মেয়র টিটু মন্ডল গ্রুপের প্রতিষ্ঠান এমব্রেলার প্রতি পণ্যের সঠিক মান ও মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানান।

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত