বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
কৃষকের মুখে হাসি

সদরপুরে কালো সোনার বাম্পার ফলন

সদরপুরে কালো সোনার বাম্পার ফলন

সদরপুর (ফরিদপুর), ০৭ এপ্রিল, এবিনিউজ : কালো সোনা হিসাবে পরিচিত পেঁয়াজ দানা আবাদ করে ফরিদপুর জেলার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন সদরপুর উপজেলার কৃষকরা। ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের কৃষকদের মাঝে এখন জনপ্রিয় হয়ে উঠেছে দানা পেঁয়াজ চাষ। যার ফলে প্রতি বছরই বাড়ছে এ ফসলের আবাদ।

এবছর দানা পেঁয়াজ এর বাম্পার ফলন হওয়ায় কৃষকের ঘরে মুখে আনন্দের বন্যা বইছে। ভালো ফসল ফলাতে নিয়মিত মাঠে রয়েছে কৃষি বিভাগের উপ-সহকারী কর্মকর্তারা। তারা জানিয়েছেন নিয়মিত দানা পেঁয়াজ বীজ চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের মাঝে বিভিন্ন সময় পরামর্শ দেওয়া হচ্ছে।

গত ২০ থেকে ২৫ব ছর পর এ বছর দানা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন উপজেলার বিভিন্ন অঞ্চলের কৃষকরা। আবহাওয়া চাষিদের অনুকূল থাকায় এ বাম্পার ফলনের অন্যতম কথাও জানান তারা।

কৃষকের ক্ষেতে দানা পেঁয়াজ দেখতে কদম ফুলের মত পেঁয়াজ ফুল। এই ফুল থেকেই বের হয় কালো রঙ্গের দানা। যাকে কৃষক কৃষানীরা বলেন কালো সোনা। সদরপুর উপজেলার অধিকাংশ কৃষকই এখন এ ফসলে অগ্রাহী করে আবাদ করছেন। বছরের অন্য ফসল থেকে দানা পেঁয়াজের চাষ অধিক লাভজনক হওয়ায় বিগত কয়েক বছর ধরে এ অঞ্চলে চাষ বাড়ছে।

মাটি ও আবহাওয়া দানা পেঁয়াজ বীজ চাষের উপযোগী হওয়ায় এবং বাইরের বীজের ওপর নির্ভরতা কমাতে চাষিরা এই পেঁয়াজ বীজ উৎপাদন করছে। গুণ ও মানের দিক দিয়ে এই বীজ উন্নত হওয়ায় স্থানীয় চাহিদা পূরণ করতে পারছেন তারা।

কৃষক মো. বিরাজ মোল্যা জানান, তিনি এবছর ১০বিঘা জমিতে দানা পেঁয়াজ চাষ করছেন। মৌসুম শুরুতে এবং যথা সময়ে দানা ও পেঁয়াজ ক্ষেত থেকে তুলে ঘরে আনতে পারছেন। বিঘা প্রতি জমিতে এবছর ৪মন দানার আশা করছেন। আরেক কৃষক আবুল মিয়া জানান, তিনিও প্রায় ৮বিঘা জমিতে দানা পেঁয়াজ করছেন। কয়েক বছরের তুলনায় এ বছর লাভের মুখ দেখছেন তারা।

আরেক কৃষক ওবায়দুর মৃধা জানান, জমি চাষ থেকে শুরু বীজ, সার, কীটনাশক, সেচ, দিনমজুর, ফসল উত্তোলনসহ বিঘা প্রতি ব্যয় হয় ৩০থেকে ৪০হাজার টাকা। গত বছর প্রতি বিঘা (ফসলি জমি) থেকে বীজ পেয়েছিলেন দুই থেকে আড়াই মণ। কিন্তু এ বছর বিঘা প্রতি ৪থেকে সাড়ে ৪মন দানা আশা করা হচ্ছে। এ বছর প্রতি মণ বীজ ৭০ থেকে ৮০ হাজার টাকায় তারা বিক্রি করবেন। এই পেঁয়াজ বীজের আবাদে অধিক লাভবান হওয়ায় আগামীতে এ চাষে আরও উৎসাহী হয়ে বলেও জানান কৃষকরা।

উপজেলা কৃষি অফিসার ফরহাদুল মিরাজ জানান, এবছর সদরপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে ৬০০ হেক্টর জমিতে দানা পেঁয়াজ এর আবাদ করা হয়েছে। পেঁয়াজ বীজ উৎপাদনে কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। এবছর ফলন ভালো থাকায় কৃষকরা অনেক লাভবান হবে।

এবিএন/মো. সাব্বির হাসান/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত