![পটিয়ায় মেধাবৃত্তি সম্মাননা স্মারক পেলেন এড. দেবেশ গুপ্ত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/07/patiya-abnews_24_134177.jpg)
পটিয়া (চট্টগ্রাম), ০৭ এপ্রিল, এবিনিউজ : পটিয়া হাফেজ আহমদ চৌধুরী মেধাবৃত্তি সম্মাননা স্মারক পেলেন পটিয়া আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট দেবেশ গুপ্ত।
গতকাল শুক্রবার পটিয়া আদালত রোড সংলগ্ন স্বর্গীয় এডভোকেট চন্দ্র শেখর নাথ এর কার্যালয়ে এ সম্মাননা স্মারক প্রদান করেন হাফেজ আহমদ চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব সাংবাদিক মোহাম্মদ শাহজাহান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া আইন কলেজের অধ্যক্ষ এডভোকেট অনুপম নাথ, উপাধ্যক্ষ এডভোকেট জমিউর আলম, দৈনিক ইনফো বাংলা সিনিয়র রিপোর্টার ও দৈনিক জনতা চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক সেলিম চৌধুরী, সাংবাদিক সুজিত দত্ত, তাপস দে আকাশ, শিক্ষানবিশ মো. ইয়াছিন মিয়া, আইনজীবি সহকারী অসীম কুমার আচার্য্য, মিন্টু দে মন্টু, রতন পাল, টিটন কুমার নাথ, বাবলা শীল, নিতায় দে, শিপন দত্ত, দীপক দে প্রমুখ।
এ সময় এডভোকেট দেবেশ গুপ্ত বলেন, হাফেজ আহমদ চৌধুরী ছিলেন একজন সাদা মনের মানুষ। সে মানব কল্যাণে সমাজের উন্নয়ন মূলক কাজ করায় পটিয়ার জনগণ এখনও তাকে স্মরণ করে। তার পরিবার এ মহতী উদ্দ্যেগ সত্যি প্রশংসার দাবীদার।
এ ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকলে পটিয়ায় শিক্ষাক্ষেত্রে মেধাবিকাশে অনন্য ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এবিএন/সেলিম চৌধুরী/জসিম/এনকে