বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পটিয়ায় কিশোরী কুলছুমা নিখোঁজ না অপহরণ!

পটিয়ায় কিশোরী কুলছুমা নিখোঁজ না অপহরণ!

পটিয়া (চট্টগ্রাম), ০৭ এপ্রিল, এবিনিউজ : পটিয়ার সুচক্রদন্ডী বৌদ্ধ বিহারের পাশ থেকে মোছা. কুলছুমা নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ ব্যাপারে তার মা বাদী হয়ে পটিয়া থানায় সাধারণ ডায়েরী নং-২৭৮, তারিখ-৬/২/১৮ইং দায়ের করেছেন। পটিয়া থানা পুলিশ এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন বলে কর্তব্যরত অফিসার জানান।

জানা যায়, পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সুচক্রদন্ডী বৌদ্ধ বিহারের পাশে একটি ভাড়া বাসায় দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার টেকনাফ থাকার রঙ্গিখালী গ্রামের আবদুস শুক্কুরের পরিবার বসবাস করে আসছে।

প্রতিদিনের ন্যায় গত ৫ এপ্রিল ভোর সাড়ে ৫ টায় কুলছুমা খাতুন বাসা থেকে বের হয়ে অজু করার জন্য যায়। কিন্তু এর পর থেকে সে আর বাসায় ফিরে আসায় পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খুঁজাখুজি করে অদ্যাবধি কোন সন্ধান না পাওয়ায় পটিয়া থানায় কিশোরীর মাতা হাজেরা খাতুন সাধারণ ডায়েরী করেন। কিশোরীর মাতা জানান, তার মেয়ের বয়স ১৪ বছর। ৫ ফুট ২ ইঞ্চি লম্বা, মুখমন্ডল লম্বা ও ফর্সা।

বর্তমানে তারা তাদের কন্যা হারিয়ে এক প্রকার সংজ্ঞা হারিয়ে ফেলেছেন। তাদের মনে প্রশ্ন জাগছে তাদেরকে কেউ অপহরণ করেছে কিনা। তারা এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এবিএন/সেলিম চৌধুরী/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত