শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কালীগঞ্জে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী

কালীগঞ্জে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী

কালীগঞ্জে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী

ঝিনাইদহ, ০৭ এপ্রিল, এবিনিউজ : ঝিনাইদহের কালীগঞ্জে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে উপজেলার নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাড্ডু।

স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ৩০ জন প্রশিক্ষিত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা ৩০ জন ছাত্রকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ প্রদান করেন ফুটবল প্রশিক্ষক জাকির হোসেন। সমাপনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার জন্য ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে ৫টি প্রতিষ্ঠানে ৫টি ফুটবল বিতরণ করা হয়।

এবিএন/যবনিকা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত