শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত

আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত

আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা), ০৭ এপ্রিল, এবিনিউজ : আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পুরাতন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাবেক অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, জেলা সেক্রেটারী শফি উদ্দিন, জেলা সহ-সভাপতি ও কলারোয়া উপজেলা সভাপতি আমান উল্লাহ আমান, জেলা সহ-সভাপতি ও তালা উপজেলা সভাপতি আনন্দ মোহন হালদার, জেলা সাংগঠনিক সম্পাদক শামছুল হক, অব. শিক্ষক আ. মান্নান, অব. শিক্ষক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জি এম মতিয়ার রহমান প্রমুখ।

গত ৯ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে উপজেলা কমিটির সভাপতি পদে চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক পদে কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল হক, কোষাধ্যক্ষ পদে শফিকুল ইসলাম তুষার ও সাংগঠনিক সম্পাদক পদে গনেশ চন্দ্র বৈদ্য নির্বাচিত হন।

সভার ২য় পর্বে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির বাকী ২৭ জনের মধ্যে ২৬ জন সদস্য নির্বাচিত করা হয়।

একজন সদস্য চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যাপীঠ থেকে নেওয়া হবে।

কিন্তু সেখানে একাধিক প্রার্থী থাকায় রবিবার নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্ধারনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এবিএন/জি এম মুজিবুর রহমান/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত