শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আশাশুনিতে জাতীয় কৃমি নাশক সপ্তাহ সম্পন্ন

আশাশুনিতে জাতীয় কৃমি নাশক সপ্তাহ সম্পন্ন

আশাশুনি (সাতক্ষীরা), ০৭ এপ্রিল, এবিনিউজ : আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় কৃমি নাশক সপ্তাহ উপলক্ষে কৃমির বড়ি খাওয়ানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ এ কার্যক্রম পরিচালনা করে।

উপজেলার ৪০৩ টি মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬৮ হাজার ৯শ’ ৫৮ জন ছাত্রছাত্রীকে কৃমির বড়ি খাওয়ানোর লক্ষ্যমাত্রা সামনে রেখে ১ এপ্রিল থেকে আজ শনিবার পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হয়। ৩৩ জন স্বাস্থ্য সহকারী এই কার্যক্রমের মূল দায়িত্ব পালন করেন। ১০ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক তাদেরকে সাহায্য করেন।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুন কুমার ব্যানার্জী। তাকে সহায়তা করছেন আরএমও ডাঃ সুমন ঘোষ, স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান, ইন্তাজ আলি ও সুকুমার মন্ডল এবং এসএমএ আ. ছাত্তার।

এবিএন/জি এম মুজিবুর রহমান/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত