শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আশাশুনিতে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার-৮

আশাশুনিতে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার-৮

আশাশুনি (সাতক্ষীরা), ০৭ এপ্রিল, এবিনিউজ : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে এক হত্যা মামলার আসামী ও এক জামাত বিএনপি কর্মীসহ ৮ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আজ শনিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।

এসআই বিশ্বজিৎ অভিযান চালিয়ে হত্যা মামলা ৪(৯)১৭ এর আসামী কচুয়া গ্রামের মৃত দবির উদ্দিন সরদারের পুত্র আজহারুলকে গ্রেফতার করেন। এসআই নয়ন অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ গদাইপুর গ্রামের মুনশী আ. রউফ সানার পুত্র মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম লাল্টুকে।

এসআই বিশ্বজিৎ অভিযান চালিয়ে জামালনগর গ্রামের মৃত. আ. রহিম সরদারের পুত্র জামাত বিএনপি নেতা রকিবুজ্জামানকে, এএসআই জহুরুল পৃথক অভিযানে জিআর ৩৫৯/১৩ এর আসামী আগরদাড়ী গ্রামের আজিজ মোড়লের পুত্র রিপনকে, এসআই হাসান না.শি. মামলা ৭০/১৮ এর আসামী কুড়িকাহুনিয়া গ্রামের আব্দুল্লাহ গাজীর স্ত্রী ঝর্ণা খাতুনকে।

এসআই নয়ন সিআর ১৬৯/১৫ এর আসামী পিরোজপুর গ্রামের নূর হোসেন গাজীকে, এএসআই জহুরুল সিআর ১৮৮/১৬ এর আসামী গাজীপুর গ্রামের নছর সরদারের পুত্র গোলামকে এবং এসআই নয়ন পৃথক অভিযানে জিআর ১৮৯/১৪ এর আসামী গদাইপুর গ্রামের মৃত আবু বক্কর মোল্যার পুত্র বাচ্চুকে গ্রেফতার করেন।

এবিএন/জি এম মুজিবুর রহমান/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত