![নওগাঁয় গণগবেষকদের মিলন মেলা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/07/naogaon-map@abnews_134194.jpg)
নওগাঁ, ০৭ এপ্রিল, এবিনিউজ : যৌথ চিন্তা, যৌথ শক্তি, সংগঠনে মুক্তি এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় উপজেলা গণগবেষনা ফোরামের আয়োজনে আজ শনিবার উপজেলা সদর নজিপুর নতুন হাট এলাকায় গণগবেষকদের মিলন মেলা-২০১৮ উপলক্ষে আলোচনা সভা, বিনোদন অনুষ্ঠান এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা গণগবেষনা ফোরামের সভাপতি ও আহ্বায়ক শাহীনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি।
দি হাঙ্গার প্রোজেক্টের আঞ্চলিক সমন্বয়কারি শশাংক বরন রায়, দি হাঙ্গার প্রোজেক্ট পত্নীতলার এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন ও সাবরিন সুলতানার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রোজেক্টের কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ড. বদিউল আলম মজুমদার, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, গণ শিক্ষা আন্দোলন ও সমাজ কর্মী তাজিমা হোসেন মজুমদার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পত্নীতলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান গোল্ডেন, সাংবাদিক দিলিপ চৌহান, উপজেলা গণগবেষণা ফোরামের সাধারন সম্পাদক বেলাল হোসেন, সহ-সভাপতি লাভলী চৌধুরী, ইউনিয়ন সমন্বয়কারী রবিউল ইসলাম সহ অন্যান্য সূধীজন প্রমুখ।
মেলায় এসডিজি স্থানীয়করন, জিজিএসের ভূমিকা ও ইউনিয়ন ভিত্তিক পরিকল্পনা শেয়ারিং বিষয়ে আলোচনা, সেরা জিজিএস সংবর্ধনা ও উপকরন প্রদান, বিনোদন অনুষ্ঠান এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
এবিএন/ব্রেলভীর চৌধুরী/জসিম/এনকে