![সুন্দরগঞ্জে চাচার বদলী পরীক্ষা দেয়াকালে ভাতিজা আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/07/gaibandha@abnews_134205.jpg)
সুন্দরগঞ্জ (গাইবান্ধা), ০৭ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চাচার বদলী পরীক্ষা দেয়াকালে ভাতিজা মোসাদ্দেকুল ইসলামকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এসএম গোলাম কিবরিয়া।
আজ শনিবার চলমান এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনে বেলকা ডিগ্রী কলেজ কেন্দ্রে ইংরেজী ২য় পত্রে চন্ডিপুর এফহক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষার্থী চাচা আজিজুর রহমান (মিস্টু) এর পরিবর্তে ভাতিজা উত্তর শ্রীপুর ছাতিনামারী গ্রামের জনাব আলীর ছেলে গাইবান্ধা সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র মোসাদ্দেকুল ইসলাম বদলী পরীক্ষা দিচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এসএম গোলাম কিবরিয়া পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের ৬ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে রেজিস্ট্রেশন ও প্রবেশ পত্রের ছবি গড়মিল পাওযায় তাকে আটক করে পুলিশে সোর্পদ করেন।
এব্যাপারে কেন্দ্র সচিব অধ্যক্ষ দিদারুল ইসলাম মন্ডলের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানায় এহেন অপরাধের জন্য শাস্তি হওয়া দরকার। থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে ইউএনওর সাথে কথা হলে তিনি জানান সে অমার্জনীয় অপরাধ করায় তাকে আইনের কাছে সোর্পদ করা হয়েছে।
এবিএন/মো. রেদওয়ানুর রহমান/জসিম/এনকে