![বীরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবসে র্যালী ও আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/07/pic-01abnews_24_134209.jpg)
ফুলবাড়ী (দিনাজপুর), ০৭ এপ্রিল, এবিনিউজ : বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত। আজ শনিবার একটি বর্ণাঢ্য র্যালী হাসপাতাল থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে ডা. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, স্বাস্থ্যই সম্পদ। সকলকে স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা যেন হয় সে বিষয়ে সর্বত্র প্রচার করতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়াল্ড ভিশন বাংলাদেশের কর্মী সুবল দাস, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবেদ আলী, সার্কেল প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পিযুষ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন যক্ষ্মা কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী মো. মোরশেদুজ্জামান মিলন।
এবিএন/মো. আফজাল হোসেন/জসিম/এনকে