শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বিশ্ব স্বাস্থ্য দিবসের র‌্যালীর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বিশ্ব স্বাস্থ্য দিবসের র‌্যালীর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বিশ্ব স্বাস্থ্য দিবসের র‌্যালীর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ফুলবাড়ী (দিনাজপুর), ০৭ এপ্রিল, এবিনিউজ : “সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা সবার জন্য সর্বত্র” এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিভিল সার্জন কার্যালয় ও সরকারি-বেসরকারি সংস্থা সমূহের সহযোগিতায় পালিত হলো ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৮।

আজ সকাল ৯ টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মুখ হতে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দিনাজপুর জেনারেল হাসপাতালে এসে সমাপ্ত হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজ্জামান আশরাফ।

আজ সকাল ১১টায় জেনারেল হাসপাতাল কনফারেন্স রুমে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাদ আলী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আবু নছর নুরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ইমদাদুল হক, আরএমও ডা. মো. পারভেজ সোহেল রানা।

স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মাসুদ রেজা খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের এন্টিনা দাস, সূর্যের হাসি ক্লিনিকের পরিচালক ডা. মৃনাল কান্তি রায়, দৈনিক উত্তর বাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইয়াকুব আলী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রিফাত মোহাম্মদ আরফিন।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জন করতে হলে ২০২৩ সালের মধ্যে পৃথিবীর আরো ১০০ কোটি মানুষকে অতি প্রয়োজনীয় স্বাস্থ্য সুবিধার আওতায় নিয়ে আসতে হবে এবং চিকিৎসা সেবার ব্যয় বহন করতে গিয়ে বছরে যে প্রায় ১০ কোটি মানুষ অতি দরিদ্র হয়ে পড়ছে তার সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে।

সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করণে অর্জিত সাফল্যের ধারা অব্যাহত রেখে কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। স্বাস্থ্য দিবসে নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী, এফপিএবি, অনুঘটক, আরডিআরএস,আলোহা, আরসিডিএ, ব্র্যাক, পল্লীশ্রী, রোভার স্কাউট, লাইট হাউসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করে।

এবিএন/মো. আফজাল হোসেন/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত