![ভাই-ভাইয়ের শত্রুতায় বলি হলো আম গাছের চারা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/07/tree_abnews_24_134211.jpg)
ফুলবাড়ী (দিনাজপুর), ০৭ এপ্রিল, এবিনিউজ : দুই ভাইয়ের নামে পঞ্চাশ শতক জমির ভাগের অংশে কে সামনে নেবে আর কে পিছনে নেবে সেটাকে কেন্দ্র করে শত্রুতার জের ধরে কেটে ফেলা হলো ১০৮টি আম গাছের চারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছেন ঠিক তখনি দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের পূর্ব পারগাঁও বুড়ির হাট নামক স্থানে দুই ভাইয়ের নামে পঞ্চাশ শতক জমি কে সামনে নেবে আর কে পিছনের অংশ নেবে এই নিয়ে শত্রুতা শুরু হলে আব্দুল খালেকের অংশের জমিতে লাগানো ৭৩ টি আম গাছের চারা ও বড় ভাই আলহাজ্ব আব্দুল কাদেরের জমিতে লাগানো ৩৫টি আম গাছের চারা শত্রুতার জের ধরে ছোট ভাই রিয়াজ উদ্দিনের নেতৃত্বে শাহিদা বেগম, মঞ্জুরুল ইসলাম, মো. সেলিম হোসেন, আনো বেগম ও সাহেদা খাতুন দিনের বেলায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে এসে ১০৮টি আম গাছের চারা কেটে ও তুলে ফেলে।
এ ব্যাপারে সুবিচার চেয়ে আব্দুল খালেক কোতয়ালী থানায় একটি অভিযোগ করলে এসআই মো. জোবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবিএন/মো. আফজাল হোসেন/জসিম/এনকে