বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আশুলিয়ায় ভবনে বিস্ফোরণে দগ্ধ ৩

আশুলিয়ায় ভবনে বিস্ফোরণে দগ্ধ ৩

সাভার (ঢাকা), ০৭ এপ্রিল, এবিনিউজ : সাভারের আশুলিয়ার একটি বাড়িতে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাশের বাসার আরও ৪ জন।

আজ রবিবার ভোর ৫টার দিকে ভাদাইল এলাকায় শেখ মোহাব্বত আলীর মালিকানাধীন দোতলা বাড়ির নিচ তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

গ্যাস লাইনের ত্রুটি থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন উদ্ধারকারীরা।

আহতরা হলেন আলমগীর হোসেন, তার স্ত্রী আফরোজা বেগম ও তাদের বয়সী ছেলে আল-আমিন (১৪। তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।আশুলিয়ায় ভবনে বিস্ফোরণে দগ্ধ ৩

হাসপাতালে চিকিৎসাধান আলমগীর বলেন, ভোরে তার স্ত্রী রান্নাঘরে চুলা ধরানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘিরে রেখেছে। তবে বিস্ফোরণের পর ওই ভবনের কয়েকটি দেয়াল ধসে পড়ায় বাড়িটির ভেতরে প্রবেশ করা যায়নি। এ কারণে বিস্ফোরণের কারণ সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছুই জানাতে পারেননি।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত