রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • লালমনিরহাটে মহিলা ক্রিকেট টুর্নামেন্টে সিলেট প্রিন্সেস চ্যাম্পিয়ন

লালমনিরহাটে মহিলা ক্রিকেট টুর্নামেন্টে সিলেট প্রিন্সেস চ্যাম্পিয়ন

লালমনিরহাটে মহিলা ক্রিকেট টুর্নামেন্টে সিলেট প্রিন্সেস চ্যাম্পিয়ন

লালমনিরহাট, ০৮ এপ্রিল, এবিনিউজ : লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে আন্তর্জাতিক মহিলা ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিকেএসপি কে হারিয়ে ৮ ইউকেটে সিলেট প্রিন্সেস চ্যাম্পিয়ন হয়।

রূপালী ব্যাংক লিমিটেড-এর পৃষ্টপোষকতায় ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল শনিবার বিকালে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার শুরুতে সিলেট প্রিন্সেস টর্চে জিতে ফিল্ডিং এ সিদ্ধান্ত নেয়। বিকেএসপি ব্যাট করেত নেমে সব কটি উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে। জবাবে সিলেট প্রিন্সেস ২ ইউকেট হারিয়ে ১৫ ওভার ৩ বলে ৭৮ রান করে জয়ী হয়।

সিলেট প্রিন্সেস-এর দলীয় ক্যাপ্টেন জাহানারা আলম ৪ ওভারে ১০ রানে ৩টি ইউকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়। টুর্নামেন্টে এন সি ডাব্লিউ এর আয়শা রহমান সুখতারা ৩টি ম্যাচে সর্বোচ্চ ১৩৫ রান সংগ্রহ করে ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়।

বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরুস্কার বিতরন করেন, রুপালী ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী শাহিন আকতার, সংস্থার সাধারন সম্পাদিকা মোহসেনা বেগম মিনা সহ জেলা ক্রীড়া সংস্থার নেত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত