![শৈলকুপায় আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার: মালামাল উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/08/solkupa-theif-arest_134255.jpg)
ঝিনাইদহ , ০৮ এপ্রিল, এবিনিউজ : ঝিনাইদহের শৈলকুপায় আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চুরির ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস ও চোরাই ব্যাটারী উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে তাদের গ্রেফতার করা হয়।
শৈলকুপা থানার এসআই এমদাদ হোসেন জানান, গত ১ এপ্রিল ভোর রাতে একদল চোর মাইক্রোবাসে করে শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের পাশে মাশারুলের বিসমিল্লাহ মটরস অ্যান্ড সাইকেল স্টোরের তালা ভেঙ্গে ইজিবাইকের ৮০পিচ ব্যাটারী চুরি করে নিয়ে যায়। এঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি পরদিন বিকেলে কুষ্টিয়া চৌড়হাস ফুলতলা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপ্রিল গভীর রাতে মাইক্রো ড্রাইভার সাদ্দাম হোসেনকে কুমারখালী থানার ধলনগর গ্রামের শ্বশুর কোরবান আলী শাহ এর বাড়ী থেকে গ্রেফতার করা হয়। ড্রাইভার সাদ্দামের শ্বশুর কোরবান আলী শাহ চুরির ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসের মালিক বলে জানা যায়।
ড্রাইভারের স্বীকারোক্তি মোতাবেক তাকে সাথে নিয়ে পরদিন সকালে পাবনা জেলার আমিনপুর থানার সিংহাসন গ্রামের আব্দুর রশিদের ছেলে নাসির উদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামালের মধ্যে ২৬ পিচ ব্যাটারী উদ্ধার করা হয়। এসময় চোরাই মালামালসহ নাসির উদ্দিনকে (৩৮) গ্রেফতার করে শৈলকুপা থানায় আনা হয়।
গ্রেফতারকৃত চোর চক্রের অন্যতম সদস্য মাইক্রো ড্রাইভার সাদ্দাম হোসেন খুলনা জেলার দীঘলিয়া উপজেলার আজহার আলী খানের ছেলে। এ ঘটনায় জড়িত চোরচক্রের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তালা ভেঙ্গে ব্যাটারীর দোকানে চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/যবনিকা/জসিম/নির্ঝর