![দাউদকান্দিতে ৪ ছাত্রদল নেতা আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/08/daudkandi-arrest_134257.jpg)
দাউদকান্দি(কুমিল্লা) , ০৮ এপ্রিল, এবিনিউজ : কুমিল্লার দাউদকান্দিতে নাশকতার আশঙ্কায় ছাত্রদলের ৪ নেতাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ১৫ জনকে অজ্ঞাতসহ ৪৫ জনকে আসামী করে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরর পর আজ রবিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
পুলিশ জানায়, কারাগারে থাকা দাউদকান্দি উপজেলা ছাত্রদল সভাপতি রোমান খন্দকারের মুক্তির দাবিতে গতকাল শনিবার বিকালে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা দাউদকান্দি পৌর সদরে জড়ো হয়ে মহাসড়কে নাশকতার পরিকল্পনা করে। গোপন সংবাদে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে। নাশকতার পরিকল্পনা করায় ১৫ জনকে অজ্ঞাতসহ ৪৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছে।
আটককৃতরা হলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সুন্দলপুর ইউপি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান, দৌলতপুর ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সুজন ও বিটেশ্বর ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এবিএন/ জাকির হোসেন হাজারী/জসিম/নির্ঝর