![টাঙ্গাইলে কোটা সংস্কার দাবিতে গণপদযাত্রা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/08/rally_abnews_24_134261.jpg)
টাঙ্গাইল, ০৮ এপ্রিল, এবিনিউজ : ‘‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই’’ এই শ্লোগানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে কোটা সংস্কার দাবিতে গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে জেলা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে গণপদযাত্রা অনুষ্ঠিত হয়। স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গন হতে গণপদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সরকারি সা’দত কলেজের রসায়ন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. খোকন সরকার, রুহুল আমিন, সরকারি এম এম আলী কলেজের আনোয়ার পাশা, রুবেল হোসেন।
সমাবেশে বক্তারা কোটা সংস্কারে ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিসমূহ গুলো হল কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬% থেকে ১০% এ নিয়ে আসতে হবে, কোটায় কোন ধরনের বিশেষ নিয়োগ দেয়া যাবে না, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিক বার ব্যবহার করা যাবে না, সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্কস ও বয়সসীমা নির্ধারণ করতে হবে, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদসমূহে মেধায় নিয়োগ দিতে হবে।
এসময় হাসান, সুবোধ, সুদেব, অজয়, নুসরাত, জুয়েল, মনির, নাহিদা, বিকাশ, সুমন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠিত গণপদযাত্রায় সরকারি সা’দত কলেজ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এম এম আলী কলেজ, শামছুল হক কলেজ সহ বিভিন্ন কলেজের দুই শতাধিক সাধারণ ছাত্র-ছাত্রী অংশ নেয়।
এবিএন/তারেক আহমেদ/জসিম/এনকে