
সুনামগঞ্জ, ০৮ এপ্রিল, এবিনিউজ : শেষ মুহুর্তে জমে উঠেছে সুনামগঞ্জের বাণিজ্য মেলা ২০১৮। কমদামে দামে ভালমানের দেশী-বিদেশি পণ্য, মিউজিক ও ছোট বাচ্ছাদের খেলাধুলার সুব্যবস্থা থাকায় প্রতিদিনি বানিজ্য মেলায় ভিড় করছেন হাজার হাজার দর্শনার্থী। দর্শনাথী অনামিকা জানান, দীর্ঘদিন পর এবছর মেলা বসায় খুবই ভাল লাগছে আমরা আনন্দিত।
কলেজ ছাত্রী জেনিফা বলেন, মার্কেটে চড়ামুল্যে থ্রি পিছ বা শাড়ি কিনতে হয়। মেলায় কমদামে ভাল মানের পণ্য পাওয়া যায় তাই মেলাতে আসছি। ঘুরাঘুড়ি বেশ ভাল লেগেছে। মেলায় সরজমিনে গেলে কথা হয় কয়েকজ শিশু-কিশোরদের সাথে। তারা জানায়, বাণিজ্য মেলায় আসতে পেরে খুবই আনন্দিত।
এখানে রয়েছে নাগরদোলা, ট্রেন, নৌকা, প্রাইভেট কার ও মোটর সাইকেল খেলা। মেলায় আগত ব্যবসায়ীরা জানান, শুরুতে উপস্থিতি কিছুটা কম হলেও বর্তমানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। ব্যবসা মোটামুটি ভালই হচ্ছে। মেলার ব্যবস্থাপনায় থাকা মোঃ লুৎফুর রহমান বলেন, এ বছর মেলা প্রাঙ্গণকে অত্যাধুনিক সাজে সজ্জিত করা হয়েছে। রয়েছে দেশি-বিদেশি পন্যর অপুর্ব সমাহার।
সেই সাথে রয়েছে শিশু-কিশোরদের বিনোদনের ব্যবস্থা রয়েছে। প্রথমদিকে দর্শনার্থীদের সংখ্যা কম হলেও বর্তমানে উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। জেলার বিভিন্ন উপজেলার গ্রামগুলো থেকেও দর্শনার্থীরা আসছেন। সুনামগঞ্জ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল বলেন, প্রায় চার বছর বাণিজ্য মেলা হয়নি। এ বছর চেম্বার্স অব কমার্সের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মাসব্যাপী বাণিজ্য মেলা চলছে।
আমাদের জেলা সদরে বিনোদনের ব্যবস্থা না থাকায় মেলায় শিশু-কিশোরদের বিনোদনের ব্যবস্থা রয়েছে। মেলায় অপ্রীতিকর যে কোন সমস্যা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন। দির্ঘদিন পর বানিজ্য মেলায় হওয়ায় জেলাজুড়ে ব্যপক সাড়া পড়েছে।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এনকে