শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

উন্নয়নশীল দেশে উত্তরণ শেখ হাসিনার অবদান: কুবি ছাত্রলীগ

উন্নয়নশীল দেশে উত্তরণ শেখ হাসিনার অবদান: কুবি ছাত্রলীগ

কুবি (কুমিল্লা), ০৮ এপ্রিল, এবিনিউজ : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

আজ রবিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে একথা বলেন তারা।

এসময় নেতারা বলেন, ‘দেশ আজ উন্নয়নের মহাসড়কে। জাতির জনকের জন্মদিনে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়া সেই উন্নয়নের সনদপত্র। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি।’

এর আগে শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে বর্ণাঢ্য এক শোভাযাত্রার মাধ্যমে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সহ-সভাপতি মেহেদী হাসান, বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এবিএন/নাহিদ ইকবাল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত