![ইবিতে চতুর্থ আইটি উৎসব](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/08/abnews-24.bbbb_134273.jpg)
ইবি (কুষ্টিয়া), ০৮ এপ্রিল, এবিনিউজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে চতুর্থ আইটি উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (এসএআইসিই) এর উদ্যোগে এ উৎসব শুরু হয়।
এ উপলক্ষে আজ রবিবার সকাল ১০টায় ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে একটি প্রতিযোগিতার আয়োজন করে তারা।
বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি তারেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড.পরেশ চন্দ্র বর্ম্মন, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. মোঃ জাহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন।
‘এসএআইসিই’ এর প্রোগামিং ক্লাবের অন্তর্ভূক্ত গণিত ও প্রোগামিং বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই অনলাইন প্রতিযোগিতায় বিভাগের ১ম, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
উল্লেখ্য, ‘এসএআইসিই’ এর দুটি শাখা ইনোভেশন ক্লাব ও প্রোগামিং ক্লাবের অন্তর্ভূক্ত গণিত ও প্রোগামিং বিষয়ে সপ্তাহে দুই দিন ওয়ার্কশপ হয়।
এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা