বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বদলগাছীতে স্বামীর নির্যাতনে স্ত্রী হাতপাতালে

বদলগাছীতে স্বামীর নির্যাতনে স্ত্রী হাতপাতালে

বদলগাছীতে স্বামীর নির্যাতনে স্ত্রী হাতপাতালে

বদলগাছী (নওগাঁ), ০৮ এপ্রিল, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে নেশাগ্রস্থ্য মাতাল স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে তাকিয়া শাহানা নামে এক এনজিও কর্মী মারাত্নক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গুরুত্বর আহত তাকিয়া শাহানা ও তার মা জানান, উপজেলার ভোলার পালসা গ্রামের মৃত আলতাব হোসেন এর মেয়ে তাকিয়া শাহানা পার্শবর্তী আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামের আক্কাস আলীর ছেলে আব্দুস সামাদ এর সহিত প্রায় ১৪ বৎসর আগে পারিবারিক ভাবে বিয়ে হয়।

বিয়ের আগে থেকে স্বামী আব্দুস সামাদ মদ,গাঁজা , হেরোইন সহ বিভিন্ন নেশায় আসক্ত ছিল। তাই সে প্রতি দিন ও রাতে বাড়ি ফিরে স্ত্রী তাকিয়াকে নির্যাতন করত। এর এক পর্যায়ে তাদের কোল জুড়ে এক কন্যা সন্তান জন্ম নেয়। তবুও তাকিয়ার উপর নির্যাতন চলতেই থাকে। বিয়ের ৪ বছর পর তাকিয়া শাহানা বে-সরকারী এনজিও সংস্থা ব্র্যাকে মাট কর্মীর চাকুরী হয়। চাকুরীর পর মাস শেষে বেতনের সমদয় টাকা তুলে দিতে হয় মাতাল স্বামীর হাতে। স্ত্রীর বেতনের টাকায় নেশা করে উড়িয়ে দিয়ে মাস শেষের আগে আবার ও টাকার দাবিতে নেমে আসত অমানষিক নির্যাতন।

এ ভাবে ৫ বৎসর অতিবাহিত হওয়ার পর তাকিয়া শাহানা তার পরিবারের সহযোগীতায় মাতাল স্বামী আব্দুস সামাদ কে বিগত ২০১০ সালে তালাক দেয়। তালাকের কিছু দিন পর পুনুরায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পারিবারিক লোকজনের মধ্যস্থতায় আবার আব্দুস সামাদ এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এ ভাবে প্রায় আবার ও প্রায় ৭ বৎসর অতিবাহিত হওয়ার পর মাতাল স্বামীর নির্যাতন সইতে না পেরে গত বৎসর ৪ নভেম্বর পুনুরায় তাকিয়া শাহানা তার স্বামী আব্দুস সামাদকে তালাক প্রদান করেন। তালাকের নোটিশ পেয়ে সামাদ আরও বেপরোয়া হয়ে উঠেন এবং তাকিয়া শাহানার কর্মস্থল রাজশাহীর মহনপুর উপজেলার বিধিরপুর ব্র্যাক শাখায় গিয়ে বিভিন্ন সময় হুমকি প্রদর্শন সহ রাস্তাঘাটে সুযোগ পেলে মারধর করত।

এর এক পর্যায়ে গত ৬ এপ্রিল শুক্রবার তাকিয়া শাহানা ছুটির দিনে বদলগাছী উপজেলার কোলার পালসা গ্রামে বাবার বাড়িতে ফেরার পথে স্বামী আব্দুস সামাদ তার পিছু নেয় এবং ফুসলিয়ে তার কানুপুর গ্রামের বাড়িতে নিয়ে যায়। সেখানে তার বাড়িতে তাকিয়া শাহানার নিকট থেকে বেতনের টাকা পয়সা ও একটি আনডুয়েট মোবাইল ফোন কেড়ে নিয়ে লাটি দ্বারা মারধর করে ২ পা , ২ হাতের হানার উপরে সহ শরীরের বিভিন্ন স্থানে অমানবিক নির্যাতন চালায়।

এক পর্যায় তাকিয়া শাহানা গুরুত্বর আহত হয়ে অচেতন হয়ে পড়লে তার স্বামী আব্দুস সামাদ তার এলাকার স্থানীয় ইউপি সদস্য মিঠুকে খবর দিয়ে তার বাড়িতে ডেকে নেয়। এক পর্যায় তাকিয়ার চেতনা ফিরে আসলে ওই মেম্বারের সন্মুখে আবার ও মারপিট করে বাড়ি থেকে বেড় করে দিলে ইউপি সদস্য মিঠুর বাড়িতে তার হেফাজতে থেকে ওই রাতেই বাবার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে তাকিয়ার বাবার বাড়ির লোকজন পরের দিন ৭ এপ্রিল শনিবার সকালে গিয়ে তাকে উদ্ধার করে বদলগাছী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

বর্তমানে তাকিয়া বদলগাছী হাসপাতালে মহিলা ওয়ার্ডে ৩০ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে তাকিয়া শাহানার ভাই মামুনুর রশিদ জানান তার বোনকে নেশাগ্রস্ত মাতাল স্বামী আব্দুস সামাদ কর্তৃক যে নির্যাতন করা হয়েছে এবিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এবিএন/হাফিজার রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত