
কিশোরগঞ্জ, ০৮ এপ্রিল, এবিনিউজ : কিশোরগঞ্জে পুকুর ভরাটের মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ ৯ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। আজ রবিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীরা হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক আ. ছালাম খান জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামীরা হলেন, সদর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান হলুদ, সুমন চন্দ্র বসাক, কার্তিক চন্দ্র বসাক, ব্রজ গোপাল বসাক, রতন চন্দ্র বসাক, দুলাল চন্দ্র বসাক, হাজী মো. রূপালী, দেলোয়ার হোসেন ও আসাদুজ্জামান ভূইয়া জীবন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, কিশোরগঞ্জ পৌরসভার বত্রিশ বিন্নগাঁও এলাকার একটি পুকুর অবৈধভাবে ভরাট করেন আসামীরা। এর পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল গফুর বাদী হয়ে গত ৪ মার্চ পরিবেশ সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করেন।
এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/তোহা