কিশোরগঞ্জ, ০৮ এপ্রিল, এবিনিউজ : চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার দুপুরে সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
তারা কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটায় যোগ্য প্রার্থী না থাকলে শূন্য পদে মেধার ভিত্তিতে নিয়োগসহ বিভিন্ন দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন মাজহারুল ইসলাম, শফিকুল ইসলাম, ওবায়দুর রহমান, জুবায়ের খান, আবেদ হোসেন, মুখলেসুর রহমান উজ্জ্বল, এস.এম. আনোয়ার হোসেন প্রমুখ।
এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/তোহা