বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অর্থ ও বাণিজ্য
  • চট্টগ্রামে খ্যাতনামা ব্র্যান্ড ‘চৌধুরী টাইলস অ্যান্ড সেনিটারি’র পথচলা শুরু

চট্টগ্রামে খ্যাতনামা ব্র্যান্ড ‘চৌধুরী টাইলস অ্যান্ড সেনিটারি’র পথচলা শুরু

চট্টগ্রামে খ্যাতনামা ব্র্যান্ড ‘চৌধুরী টাইলস অ্যান্ড সেনিটারি’র পথচলা শুরু

চট্টগ্রাম, ০৮ এপ্রিল, এবিনিউজ: আল্লাহ রাব্বুল আলামীন ব্যবসাকে হালাল করেছেন মন্তব্য করে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে আয় করার জন্য ব্যবসায় অসুদোপায় অবলম্বন করে। এটা উচিৎ নয় মন্তব্য করে তিনি অতিরিক্ত লাভের চিন্তা বাদ দিয়ে ক্রেতাদের স্বার্থের কথা চিন্তা করে ব্যবসা করার আহবান জানান ব্যবসায়ীদের।

গতকাল শনিবার দুপুরে নগরীর আব্দুল করিম সাহিত্য বিশারদ সড়ক লাভলেইন এলাকায় চৌধুরী টাইলসের শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উদ্বোধনকালে মেয়র আরো বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি ব্যবসায়ীদেরকে নির্বিঘেœ ব্যবসা করার জন্য বর্তমান সরকার সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিয়েছেন।

উদ্বোধনের মধ্য দিয়ে দেশের খ্যাতনামা ব্র্যান্ড ‘চৌধুরী টাইলস অ্যান্ড সেনিটারি’র চট্টগ্রামে পথচলা শুরু করল। প্রতিষ্ঠার পর থেকে ১৪ বছর ধরে ঢাকার সিদ্দিক বাজার এবং সিলেট উপশহরে প্রতিষ্ঠানটি সুনামের সাথে ব্যবসা করে আসছে। শনিবার ফিতা ও কেক কেটে ‘চৌধুরী টাইলস অ্যান্ড সেনিটারি’র নতুন এ শো-রুম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র।

উদ্বোধনকালে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী আলমগীর চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দর চৌধুরী বাবুল, চসিকের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ সলিম উল্লাহসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন স্থরের ব্যবসায়ী ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত