
জামালপুর, ০৮ এপ্রিল, এবিনিউজ: জামালপুর মাদারগঞ্জের ঝাড়কাটা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৬টি ড্রেুজার মেশিন পুড়িয়ে দেয়া হয়। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ৬ ড্রেজার মেশিনের মালিক সটকে পড়ে।
পরে এসব মেশিনগুলো জব্দ শেষে আগুনে পুড়িয়ে দেয়া হয়। মাদারগঞ্জ মডেল থানা পুলিশ, সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ মেশিন মালিকদের দিয়ে প্রভাবশালী নেতা-পাতিনেতাদের দাপটের ঠিকাদাররা কৌশলে মাটি-বালি উত্তোলন করাচ্ছিল।
এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা