![শ্রীমঙ্গলের আশীদ্রোনে দ্রুততম সময়ে ব্রীজ করার প্রতিশ্রুতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/08/abnews-24.bbbbbbbbbb_134281.jpg)
শ্রীমঙ্গল, ০৮ এপ্রিল, এবিনিউজ: দ্রুততম সময়ে ব্রীজ করার প্রতিশ্রুতি দিলেন জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। শ্রীমঙ্গলের আশীদ্রোন ইউনিনের উত্তর জিলাদপুর গ্রামে। এ গ্রামের উপর দিয়ে প্রবাহিত উদনাছড়া। ব্রীজ না থাকায় এলাকাবাসী এখানে নির্মাণ করে বাশেঁর সাকো। আশপাশের ৪/৫টি গ্রামের প্রায় ৩ হাজার মানুষ প্রতিদিন ঝুঁকিপূর্ণ এ বাশেঁর সাকো দিয়ে জীবনের ঝুকি নিয়ে চলাচল করেন।
অনেকে সাকোর পাশেই রেলব্রীজও চলাচলের জন্য ব্যবহার করে থাকেন। ফলে যে কোন সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে যাবার আংশকা রয়েছে। আশীদ্রোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন বলেন, এ সাকো দিয়ে উত্তর জিলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আছিদউল্লাহ উচ্চ বিদ্যালয়ের কয়েকশত ছাত্র-ছাত্রী যাতায়াত করে থাকে ঝুঁিক নিয়ে। তিনি বলেন, দ্রুততম সময়ে ব্রীজ করার প্রতিশ্রুতিতে এলাকাবাসীর মনে স্বস্থি ফিরে এসেছে।
জানা যায়, গত ৩ এপ্রিল সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উত্তর জিলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে উদনাছড়া সাকো দিয়ে শত শত ছাত্র-ছাত্রীর ঝুঁিকপূর্ণ যাতায়াত ও জনদুর্ভোগের বিষয়টি প্রত্যক্ষ করেন। পরে তিনি অনুষ্ঠানে বসেই মোবাইল ফোনে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন এবং অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনগনকে দ্রুততম সময়ে এখানে ব্রীজ নির্মাণের প্রতিশ্রুতি দেন।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা