![আদমদীঘিতে মৎস্য চাষী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/08/abnews-24.bbbbbbbbbbbb_134286.jpg)
আদমদীঘি (বগুড়া), ০৮ এপ্রিল, এবিনিউজ: বগুড়ার আদমদীঘি ক্ষুদ্র মৎস্য চাষী ও ব্যবসায়ীদের কার্যলয় প্রাঙ্গনে গতকাল শনিবার সন্ধায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্ষুদ্র মৎস্য সমিতির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু,
ওসি আবু সায়িদ মোঃ ওযাহেদুজ্জাম,আওয়ামীলীগ নেতা মকলেছুর রহমান, সাংবাদিক হফিজার রহমান এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক বেনজির রহমান, মিহির সরকার, মুনজুরুল ইসলম, আনোয়ার হোসাইন, এহসানুল হক খান সবুর, হেদায়েতুল উসলাম উজ্জল সহ ক্ষুদ্র মৎস্য চাষী ও ব্যবসায়ী বৃন্দ প্রমুখ।
এবিএন/আনোয়ার হোসাইন/জসিম/তোহা