বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালমনিরহাটে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবীতে বিক্ষোভ

লালমনিরহাটে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবীতে বিক্ষোভ

লালমনিরহাটে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবীতে বিক্ষোভ

লালমনিরহাট, ০৮ এপ্রিল, এবিনিউজ: লালমনিরহাটে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্বারক লিপি প্রদান করেছে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো। আজ রবিবার বিকালে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির জেলা কমিটি’র আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হাতীবান্ধা উপজেলা পরিষদ গেট থেকে লাল পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলটি বের হয়ে স্থানীয় মেডিকেল মোড় এলাকায় সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, ক্ষেতমজুর সমিতি’র কেন্দ্রীয় যুগ্ন-সম্পাদক অর্ণব সরকার, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ্যাড. ময়জুল ইসলাম, সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম, জেলা ক্ষেতমজুর সমিতি’র সভাপতি মোজাম্মেলন হক, হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, হাতীবান্ধা ক্ষেতমজুর সমিতি’র সভাপতি আব্দুর রউফ ও ক্ষেতমজুর সমিতি’র সম্মেলন প্রস্তুত কমিটি’র চেয়ারম্যান আবুল হোসেন। এর আগে কৃষি, কৃষক ও শ্রমিক বান্ধব ৯টি দাবী বাস্তবায়নের দাবীতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়েছে।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত