বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

নাসিরনগ (ব্রাহ্মণবাড়িয়া), ০৮ এপ্রিল, এবিনিউজ: জেলার নাসিরনগরে জায়গা জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের হামলায় আহত নোয়াজ্জিশ মিয়া (৬০) মারা গেছে। আজ রবিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত নোয়াজ্জিশ মিয়া উপজেলার চাপরতলা ইউনিয়নের বেঙ্গাউতা গ্রামের মৃত আবদুস শহীদের ছেলে।

এ ঘটনায় নাসিরনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, বেঙ্গাউতা গ্রামে পূর্ব বিরোধের জের ও একটি পুকুরের জায়গা সংক্রান্ত ঘটনাকে নিয়ে বাহার মিয়ার সাথে তার চাচাতো ভাই সোহাগ মিয়ার লোকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এই বিরোধের জের ধরে শনিবার সকালে দু‘পক্ষের লোকজন মাঝে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংর্ঘষ বাঁধে। সংর্ঘষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়। এ সময় গুরুতর আহত নোয়াজ্জিশ মিয়াকে প্রথমে মাধবপুর, পরে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিলে সেখানে তার অবস্থার অবনতি হলে শনিবার রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল সাড়ে ৭ ঘটিকার সময় নোয়াজ্জিশ মিয়া মারা যায় বলে তার পরিবার সূত্রে জানা গেছে। এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে এবংএ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।

এবিএন/আব্দুল হান্নান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত