![নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান বরখাস্ত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/08/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_134299.jpg)
নন্দীগ্রাম (বগুড়া), ০৮ এপ্রিল, এবিনিউজ: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা জামায়াতের আমির নূরুল ইসলাম মন্ডলকে ফের সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
গত ৪ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মন্ত্রণালয় কর্তৃক বরখাস্তের প্রদত্ত আদেশে নন্দীগ্রাম থানা, বগুড়া সদর ও শাজাহাপুর থানায় দায়েরকৃত মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে গৃহীত হওয়ায় উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত- এর ধারা ১৩খ(১) অনুসারে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
আজ রবিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আখতার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এরপূর্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা জামায়াতের আমির নূরুল ইসলাম মন্ডল ১ বার বরখাস্ত ও ৪ বার জেল হাজতে ছিলেন।
এবিএন/অদ্বৈত কুমার আকাশ/জসিম/তোহা