![নান্দাইলে এক যুবতীকে ধর্ষণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/08/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_134302.jpg)
ময়মনসিংহ, ০৮ এপ্রিল, এবিনিউজ: ময়মনসিংহের নান্দাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে ধর্ষন করার অভিযোগ উঠেছে। এ নিয়ে শনিবার নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে প্রকাশ, উপজেলার শেরপুর ইউনিয়নের বিঞ্চপুর গ্রামের যুবতী শিমু(১৯)( ছন্মনাম) কে তাঁর ফুফাতো ভাই আজিজ মিয়ার পুত্র আসিফ মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে ৫ই এপ্রিল রাতে স্থানীয় কলাবাগানে ধর্ষন করে। এতে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ধর্ষক আসিফ বিয়ে করতে অস্বীকার করে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইউনুস আলী জানান, যুবতীর অভিযোগের প্রেক্ষিতে থানায় নিয়মিত মামলা দায়ের করে আসামীকে গ্রেফতার করার জন্য উপ-পরিদর্শক মো. নুরুল হুদাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। ধর্ষিতার মেডিকেল টেস্ট করার জন্য রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ধর্ষক আসিফ পলাতক রয়েছে।
এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/তোহা