![জগন্নাথপুরে ওয়ারেন্টভুক্ত ৫ আসামী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/09/greptar_abnews_24_134381.jpg)
জগন্নাথপুর (সুনামগঞ্জ), ০৯ এপ্রিল, এবিনিউজ : জগন্নাথপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গতকাল রবিবার এস আই লুৎফুর রহমান, এস আই গোলাম মোর্শেদ ফাত্তাহ চৌধুরী, এএস আই মো. মোশাহিদ মিয়া, এএস আই তপন দেব, এএস আই অরুন সিংহ সহ একদল পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বুধরাইল গ্রামের আকলু মিয়ার পুত্র শামীম আহমদ , জয়নগর গ্রামের মনু মিয়ার পুত্র শানুর মিয়া, আবু তামিল , জমির মিয়ার পুত্র খালেদ মিয়া , ছমির মিয়া পুত্র মিলাদ হোসেনকে গ্রেফতার করে ।
এবিএন/রিয়াজ রহমান/জসিম/নির্মল