সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • যশোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ধর্ষণকারী নিহত

যশোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ধর্ষণকারী নিহত

যশোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ধর্ষণকারী নিহত

যশোর, ০৯ এপ্রিল, এবিনিউজ : যশোরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শিশুধর্ষণ মামলার আসামি আলামিন ওরফে বাবু নিহত হয়েছে।

আজ সোমবার ভোরে সদর উপজেলার খোলাডাঙ্গা-মণ্ডলগাতী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

নিহত আলামিন খোলাডাঙ্গা কলোনিপাড়ার মৃত আবু কালামের ছেলে এবং শহরতলীর চাঁচড়া দক্ষিণ পাড়ায় আট বছরের শিশু ধর্ষণকারী।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জিয়াউর রহমান বলেন, মণ্ডলগাতি এলাকায় একদল সন্ত্রাসীর অবস্থানের গোপন খবরে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি করে।

গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে বাবুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুট্যার গান, এক রাউন্ড গুলি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে এ র‌্যাব কর্মকর্তা জানান।

মেজর জিয়াউর বলেন, গত ৩০ মার্চ দাওয়াত খাওয়াতে নিয়ে যাওয়ার কথা বলে তার সাত বছর বয়সী ভতিজিকে ধর্ষণ করেন আলামিন।

এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

এবিএন/ইয়ানূর রহমান/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত