![নন্দীগ্রামে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/09/nandigram-bogra-abnews_24_134391.jpg)
নন্দীগ্রাম (বগুড়া), ০৯ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষ ভদ্রাবতীতে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, সহকারী কমিশনার (ভূমি) মাশুকাতে রাব্বী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মশিদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মাদ, আব্দুল বারী বারেক, মোরশেদুল বারী, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির প্রমুখ।
এসময় উপজেলা পরিষরদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবিএন/অদ্বৈত কুমার আকাশ/জসিম/নির্মল