![মৌলভীবাজারে অভিযান: ৮৭ মটর সাইকেল আটক, ৫৮১ মামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/09/moulovi_abnews_24_134396.jpg)
মৌলভীবাজার, ০৯ এপ্রিল, এবিনিউজ : মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে বিশেষ অভিযানে গত ৬ দিনে ৮৭ টি মটর সাইকেল আটক ও বিভিন্ন অভিযোগে ৫৮১ টি মটরযান আইনে মামলা হয়েছে।
মৌলভীবাজার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (শহর ও যানবাহন) মো. সালাউদ্দিন কাজল জানান, গত ৩ এপ্রিল থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ৬ দিনে অভিযান চালিয়ে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ৮৭ টি মটর সাইকেল আটক ও মটরযান আইনে ৫৮১ টি মামলা দায়ের করা হয়েছে।
রেজিষ্ট্রেশনবিহীন গাড়ী চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকা, হেলম্টে পরিধান না করা, তিনজন আরোহী বহন করাসহ বিভিন্ন অভিযোগে এসব মটর সাইকেল আটক ও মামলা করা হয়। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বিপিএম রাস্তায় নেমে এ অভিযানের নেতৃত্ব দেন।
এদিকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুলের নেতৃত্বে শ্রীমঙ্গলে অভিযান পরিচালনা করে একই অভিযোগে গত ৬ দিনে ৫২ মটর সাইকেল আটক ও ১৫৬টি মটরযান আইনে মামলা করা হয়েছে। শ্রীমঙ্গলের ওসি কেএম নজরুল জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/নির্মল