বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ময়মনসিংহে কোটা সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ

ময়মনসিংহে কোটা সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ

ময়মনসিংহ, ০৯ এপ্রিল, এবিনিউজ : আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা মিছিল নিয়ে সোমবার ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে অবরোধ করে কোটা সংস্কারের দাবি জানায়।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকৃবি শিক্ষার্থীরা জব্বারের মোড় এলাকায় রেল লাইনের উপর অবস্থান নিয়ে অবরোধ করে যাচ্ছে। বিভিন্ন স্লোগানে আন্দোলনকারীরা উত্তাল করে রেখেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন কারা হয়েছে। বিভিন্ন অঙ্গভঙ্গিতে এবং লিফলেটের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে হাজারো আন্দোলনকারীরা।

ময়মনসিংহে কোটা সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ

অন্যদিকে, একই দাবিতে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

এ সময় শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,’ ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মেনে নাও,’ ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই,’ ‘১০% এর বেশি কোটা নয়’ শ্লোগান দেয়া হয়।

আন্দোলনকারীদের ৫ দফা দাবি হচ্ছে, সরকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা, নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করা।

এবিএন/মো. মঈন উদ্দিন রায়হান/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত