বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মদনে চাচাতো ভাইদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১২

মদনে চাচাতো ভাইদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১২

মদনে চাচাতো ভাইদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১২

মদন (নেত্রকোনা), ০৯ এপ্রিল, এবিনিউজ : নেত্রকোণার মদনে চাচাতো ভাইদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ সোমবার সকালে উপজেলার কাইটাইল ইউনিয়নে জয়পাশা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত শহিদ মিয়াকে মদন হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকী আহত নারগিছ আক্তার (৩০),অলি মিয়া (৩০),রাবিয়া আক্তার (৫৫),শফিকুল ইসলাম (২০),অরবুলা আক্তার (২৫),আজাত মিয়া (৪০),সাবানা আক্তার (৩৫)কে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়,জয়পাশা গ্রামের আজাদ মিয়া তার চাচা সাত্তারের নিকট থেকে ১৯৭১ সালে বাড়ীর সামনের ৫ শতক জমি রেজিঃ না করে ক্রয় করেন। দীর্ঘদিনে ও চাচা ভাতিজাকে জমি রেজিঃ করে না দিয়ে জমি বন্ধক দিয়েছে বলে স্থানীয় মাতাব্বরগণকে জানান।

এ নিয়ে রবিবার রাতে তাদের বাড়িতে এক সালিশ বৈঠক বসে। বৈঠকের সিন্ধান্ত মোতাবেক চাচাতো ভাইয়েরা জমির বন্ধক বাবদ ১২শ টাকা আজ সোমবার সকালে ফেরত দিতে গেলে উত্তেজিত হয়ে আজাদ তাদের ওপর চড়াও হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ওসি (তদন্ত) মো. শাহনূর এ আলম জানান, সংঘর্ষের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত