![কোটা সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/09/abnews24.bb_134409.jpg)
ময়মনসিংহ, ০৯ এপ্রিল, এবিনিউজ : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোঁটা সংস্কার এবং আটক কৃতদের মুক্তির দাবিতে ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। আজ সোমবার সকাল ১১ টা থেকে প্রায় ২ ঘন্টা রাস্তা বন্দ করে রাখে। এর ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে এ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরি যানবাহনে ছেড়ে দেয়। আন্দোলনকারীরা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
পুলিশ আন্দোলন কারীদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করে। শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকে। পরে ত্রিশাল এর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এসে তাদের সাথে আলোচনা করে। পরে আন্দোলনকারীরা তাদের অবরোধ কর্মসূচি তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
এবিএন/উজ্জ্বল/জসিম/তোহা