মৌলভীবাজার, ০৯ এপ্রিল, এবিনিউজ: দেশের ম্যালেরিয়া প্রবন এলাকা ও চা অধ্যুষিত অঞ্চল শ্রীমঙ্গল এখন ম্যালেরিয়া নির্মুলের পথে। ম্যালেরিয়ার জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ এ উপজেলা এখন ম্যালেরিয়ামুক্ত হতে চলেছে। স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর যৌথ উদ্দ্যোগে শ্রীমঙ্গলে পরিচালিত ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচীর ফলে শ্রীমঙ্গলে ম্যালেরিয়া নির্মুলের পথে রয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়নাল আবেদীন টিটু জানান, আগে যেখানে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই ম্যালেরিয়া রোগী পাওয়া যেত এখন আর সে অবস্থা নেই। ম্যালেরিয়া এখন প্রায় শুন্যের কোঠায় নেমে এসেছে। তিনি জানান, গত ৪ মাসে মাত্র ১ জন ম্যালেরিয়া রোগী পাওয়া গেছে।
ব্র্যাকের ম্যালেরিয়া নির্মুল কর্মসূচীর সিনিয়র উপজেলা ম্যানেজার মো: হযরত আলী জানান, শ্রীমঙ্গল উপজেলায় গত ৩ মাসে ৪ হাজার ৫২৩ জনের রক্ত পরীক্ষা করে ১ জন রোগীর ম্যালেরিয়া পজিটিভ পাওয়া গেছে। তিনি আরো জানান, গত ২০১৬ সালে ম্যালেরিয়া পজিটিভ পাওয়া গিয়েছিল ১৬ জন, ২০১৭ সালে পাওয়া যায় ৮ জন এবং চলতি বছরের গত জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত ৩ মাসে মাত্র ১ জন ম্যালেরিয়া পজিটিভ পাওয়া গেছে। তিনি আরো জানান, খুব শীগগীর শ্রীমঙ্গল উপজেলা ম্যালেরিয়া মুক্ত হবে।
ব্র্যাক স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ২০০৮ সালে ব্র্যাক ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচীর একটি প্রকল্প শ্রীমঙ্গলে কাজ শুরু করে। ম্যালেরিয়া সনাক্ত করতে রক্ত পরীক্ষা ও চিকিৎসার পাশাপাশি ব্র্যাক উপজেলায় ম্যালেরিয়া নিরোধক কীটনাশকযুক্ত মশারি বিতরণ শুরু করে। ২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্র্যাক শ্রীমঙ্গল উপজেলায় ১ লাখ ২০ হাজার ৯০০ ম্যালেরিয়া নিরোধক কীটনাশকযুক্ত মশারি বিতরণ করেছে।
সর্বশেষ চলতি বছরের ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ হাজার ৪৫৭ টি কীটনাশকযুক্ত মশারি বিতরণ করা হয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে উপজেলার চা বাগানসহ ৯ ইউনিয়নে আরো ১০ হাজার ১৮৩ টি ম্যালেরিয়া নিরোধক কীটনাশকযুক্ত মশারি বিতরণ করা হবে বলে জানিয়েছে ব্র্যাক স্বাস্থ্য বিভাগ।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা