বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

চকরিয়ায় মোটর সাইকেলসহ ১৭হাজার ইয়াবা উদ্ধার

চকরিয়ায় মোটর সাইকেলসহ ১৭হাজার ইয়াবা উদ্ধার

চকরিয়া (কক্সবাজার), ০৯ এপ্রিল, এবিনিউজ: কক্সবাজারের চকরিয়ায় মোটর সাইকেলের চাকা ভিতরে ভরে অভিনব পন্থায় পাচারকালে ১৭হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার ও একটি মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ। গতকাল রবিবার রাত ৮টার দিকে চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকা থেকে মোটর সাইকেলসহ ইয়াবা উদ্ধার হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মোটর সাইকেলে করে ইয়াবা পাচার হচ্ছে খবর পেয়ে একদল পুলিশ নিয়ে চকরিয়া পৌর বাসটার্মিনালে সড়কে তাৎক্ষণিক অভিযান চালাই। এসময় পুলিশের উপস্থিতি টের পয়ে দুই মাদক পাচারকারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এসময় তাদের ফেলে যাওয়া মোটর সাইকেলের চাকা খুলে টায়ারের ভেতর থেকে ১৭০ প্যাকেট ইয়াবা উদ্ধার হয়।

পরে গণনা করে ওই প্যাকেটগুলোতে ১৭হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত