
সাঘাটা (গাইবান্ধা), ০৯ এপ্রিল, এবিনিউজ: গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে গতকাল রবিবার স্থানীয় বখাটে যুবক ময়নুল হোসেন কতিপয় সহযোগীদের নিয়ে উক্ত ছাত্রীকে ইভটিজিং করা কালে তার ভাই কামালেরপাড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র হাবিবুর রহমান বাঁধা দিলে তাকে বেগম মারপিট করে।
এ সময় হাবিবুরের অপর ভাই একই স্কুলের ১০ শ্রেণির ছাত্র সাব্বির হোসেন এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। এ ঘটনায় উক্ত বিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে ছাত্রছাত্রীদের ছুটি দেওয়া হয়। পরে ওই দিন ম্যানেজিং কমিটির সভাপতিসহ সকল শিক্ষকগণ উক্ত ঘটনার বিষয়ে আলোচনা করেন এবং দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন। বর্তমানে হাবিবুর রহমান সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এবিএন/আসাদ খন্দকার/জসিম/তোহা