বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ফুলবাড়ী পৌরসভায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে পানির লাইন নির্মাণ

ফুলবাড়ী পৌরসভায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে পানির লাইন নির্মাণ

ফুলবাড়ী পৌরসভায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে পানির লাইন নির্মাণ

ফুলবাড়ী (দিনাজপুর), ০৯ এপ্রিল, এবিনিউজ: ফুলবাড়ী পৌরসভায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে পানির লাইন নির্মিত হলেও পৌরবাসী কবে পানি সরবরাহ পাবে কেউ জানেনা । ট্যাক্স ভ্যাট পরিশোধ করলেও পৌর সভা থেকে কোন সুযোগ সুবিধা পাচ্ছে না পৌর নাগরিকরা। দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে পৌরসভা কতৃক পানি সরবরাহের জন্য প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ভ-গর্ভস্থ পাইপ লাইন স্থাপন করেন। কিন্তু ভু-গর্ভস্থ পাইপ লাইন ও ৪টি পাম্প ঘর নির্মান হলেও গত ২ বছর ধরে পড়ে রয়েছে। পানি সরবরাহের কোন ব্যবস্থা নেই।

২০০৩-২০০৪ অর্থ বছরে ৪ কিলোমিটার ভু-গর্ভস্থ পাইপ লাইন নির্মানে ব্যয় হয়েছে ৭৭ লাখ টাকা। ২০১৫-২০১৬ অর্থ বছরে ১০ কিলোমিটার পাইপ লাইন স্থাপনে ব্যয় হয়ছে ১ কোটি ১২ লাখ টাকা। ফুলবাড়ী সরকারি কলেজ চত্তরে ১টি, পৌরসভা ভবনে ১টি, উপজেলা চত্তরে ১টি,কানাহার স্টেশন এলাকা ১টি এ নিয়ে মোট ৪ টি পাম্প ঘর নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ২৯ লাখ টাকা। এদিকে পৌরসভায় আবারো ২০১৭-২০১৮ অর্থ বছরে ১০ কিলোমিটার পাইপ লাইন স্থাপনে ৯৫লাখ টাকা বরাদ্ধ হয়েছে। এই বরাদ্ধের এখনো নির্মান কাজ শুরু হয়নি।

এবিষয়ে আজ সোমবার ফুলবাড়ী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত) মো. আমির হোসেন সাংবাদিককে জানান, ফুলবাড়ী পৌরসভায় পাইপ লাইন নির্মানের জন্য আবারো অর্থ বরাদ্ধ এসেছে। সেই অর্থ বরাদ্ধের কাজ করার পর পৌর কতৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। তারপর পৌর কতৃপক্ষ পানি সরবরাহ করতে ব্যবস্থা নিবেন। কাজ শেষ হওয়ার পর হস্তান্তর না করা পর্যন্ত তিনি কিছু করতে পারবেন না। সেই কারনে পৌর কতৃপক্ষের কিছু করার নেই।

এদিকে ভু-গর্ভস্থ পাইপ লাইন গুলি স্থাপন করা হলেও রক্ষনা বেক্ষন করার জন্য কাউকে দেখা যাচ্ছেনা। শুধু নির্মাণ করা পানির পাম্প ঘরগুলি সভাবর্ধন পাচ্ছেন। বছরের পর বছর পার হয়ে যাবে তবুও ফুলবাড়ী পৌরবাসী পানির মুখ দেখবে কিনা? তা অনেকের প্রশ্ন। এব্যপারে ফুলবাড়ী পৌরবাসী অতিজরুরী পানি সরবরাহ পেতে চায়।

এবিএন/আফজাল হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত