বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
কোটা সংস্কার আন্দোলন

স্লোগানে স্লোগানে উত্তাল ইবি

স্লোগানে স্লোগানে উত্তাল ইবি

ইবি (কুষ্টিয়া), ০৯ এপ্রিল, এবিনিউজ: কোটা সংস্কারের দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল থেকে ক্লাস বর্জন করে ক্যাম্পাসে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে তারা। এসময় তাদের মুখে কোটা বিরোধী স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো ক্যাম্পাস।

আন্দোলনকারী সূত্রে জানা যায়, সাধারণ ছাত্র-ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে বিসিএসসহ সরকারী চাকুরীতে অসহনীয় কোটাব্যবস্থার সংস্কার ও গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করে তারা।স্লোগানে স্লোগানে উত্তাল ইবি

‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শিক্ষা দিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, কোটাপ্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক, প্রভৃতি স্লোগান অনুরণিত হতে থাকে ক্যাম্পাসজুড়ে। ক্লাস বর্জন করে সকাল সাড়ে ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত আন্দোলন চালায় শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। তবে পূর্ব ঘোষিত কোর্স ফাইনাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন ঘিরে ক্যাম্পাসে ত্রি-মুখী অবস্থার সৃষ্টি হয়। আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের পাশাপাশি শক্ত অবস্থান নেয় বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে প্রধান ফটকের সামনে ২প্লাটুন পুলিশের কড়া অবস্থান, মেইন গেটের ভিতরে একপাশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা এবং অপর পাশে অবস্থান নেয় ছাত্রলীগ। তবে এসময় অপ্রীতিকর কোন ঘটনা লক্ষ্য করা যায়নি।

আন্দোলনকারী শিক্ষার্থী এক শিক্ষার্থী বলেন, ‘কোটা বাতিল নয়, কোটা প্রথার যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত এবং হামলার শিকার হওয়া শিক্ষার্থীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

জানা যায়, আগে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কোটা সংস্কারের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।স্লোগানে স্লোগানে উত্তাল ইবি

আন্দোলন চলাকালে ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। তিনি বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় প্রসাশন সবসময় শিক্ষার্থী বান্ধব। শিক্ষার্থীদের যেন কোন ধরনের অসুবিধা না হয় সে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খেয়াল রাখছে। কিন্তু অন্য কেউ যদি এর সাথে সম্পৃক্ত হয়ে নাশকতা কিংবা বিশ^বিদ্যালয়ের ক্ষতি করার চেষ্টা করে আমরা তাকে ছাত্র হিসেবে গণ্য করব না।’

কুষ্টিয়া পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘ আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করার চেষ্টা করলে আমরা তাদের নিষেধ করি। পরে তারা ক্যাম্পাসের ভিতরে গিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত