বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • শিক্ষাঙ্গন
  • জগন্নাথের সাথে এক হয়ে আন্দোলনে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা

জগন্নাথের সাথে এক হয়ে আন্দোলনে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা

জগন্নাথের সাথে এক হয়ে আন্দোলনে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা

ঢাকা, ০৯ এপ্রিল, এবিনিউজ : কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভে হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করে রাস্তায় নেমেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

আজ সোমবার সকাল থেকে ক্লাস বর্জন করে রায় সাহেব বাজার মোড়সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে যোগ দিয়েছে পুরান ঢাকার কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

এতে সদরঘাট, রায় সাহেব বাজার, ধোলাইখাল, দয়াগঞ্জ, তাতীবাজার মোড় দিয়ে গুলিস্তানের সঙ্গে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। চারপাশে আটকা পড়েছে কয়েকশো গাড়ি, ভোগান্তিতে পড়েছে দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা। বন্ধ করে দেওয়া হয়েছে আশপাশের দোকানগুলো।

রায় সাহেব বাজার মোড় ও এর আশেপাশে সূত্রাপুর, কোতয়ালী, বংশাল ও ওয়ারী থানার পলিশকে সতর্ক অবস্থায় দেখা যায়। তারা আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ জানালেও আন্দোলনকারীরা রাজী হননি।

কোতয়ালী থানার এসি বদরুল আলম বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যেন সহিংসতার দিকে না যায়, এজন্য আমরা তাদের অনুরোধ করেছি।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত