![বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/09/abnews24.bbbbbbbbbbbbb_134437.jpg)
বোয়ালখালী (চটট্টগ্রাম), ০৯ এপ্রিল, এবিনিউজ: বোয়ালখালীতে পুকুরে ডুবে মিজানুর রহমান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব গোমদ-ী মুন্সি পাড়ার হাজী মনিরুল ইসলামের বাড়ীতে এ ঘটনা ঘটে। মিজানুর রহমান একই এলাকার ইকবাল হোসেনের ছেলে। সে মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তো।
মিজানুরের পিতা ইকবাল হোসেন জানান, দুপুরে গোসল করতে গিয়ে মিজানুর পা পিছলে পুকুর ঘাট থেকে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার জানান, মিজানুর রহমান নামের এক শিশুকে স্থানীয়রা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিএন/রাজু দে/জসিম/তোহা