রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
এইচএসসি পরীক্ষার

ধুনটে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী গ্রেফতার

ধুনটে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী গ্রেফতার

ধুনট (বগুড়া), ০৯ এপ্রিল, এবিনিউজ: বগুড়ার ধুনটে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য মাহবুব আলমকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-১২। এসময় তার কাছ থেকে একটি মোবাইলফোন সহ প্রশ্ন ফাঁসের কিছু নমুনা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মাহবুব আলম গোপালনগর ইউনিয়নের বানিয়াগাঁতি গ্রামের হোসেন আলীর ছেলে। এঘটনায় গতকাল রবিবার রাতে গ্রেফতারকৃত মাহবুব আলমের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়েরের পর সোমবার সকালে কারাগারে প্রেরন করা হয়েছে।

মামলাসূত্রে জানাগেছে, বানিয়াগাতি গ্রামের হোসেন আলীর ছেলে মাহবুব আলম দীর্ঘদিন যাবত পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র তৈরী করে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে মোবাইল ফোনের ফেসবুক ম্যাসেঞ্জারে মিথ্যা ও ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে আসছিল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি টিম অভিযান চালিয়ে বানিয়াগাঁতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি রাস্তা থেকে তাকে গ্রেফতার করে। পরে র‌্যাবের জিজ্ঞাসাবাদে মাহবুব আলম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, তার ব্যবহৃত ফেসবুক ম্যাসেঞ্জারে প্রশ্নপত্র ফাঁস করতে একটি গ্রুপ তৈরী করে।

যার সদস্য সংখ্যা ২০০জন। সে ওই গ্রুপের মাধ্যমে বিকাশে টাকা নিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে প্রশ্নপত্র বিক্রি করে। এরইমধ্যে সে দুই জনের কাছ থেকে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য ৫০০ টাকা করে হাতিয়ে নেয়।

মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার এসআই আইয়ুব আলী জানান, মাহবুুব আলম নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এইচএসসির ভূয়া প্রশ্নপত্র তৈরী করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ তাকে গ্রেফতার করে। এঘটনায় রবিবার রাতে র‌্যাব-১২ এর ওয়ারেন্ট অফিসার (ডিএডি) রফিকুল ইসলাম বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ধুনট থানায় মামলা দায়ের করেছে। সোমবার সকালে গ্রেফতারকৃত মাহবুব আলমকে বগুড়া কারাগারে প্রেরন করা হয়েছে।

এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত